পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ
জুতো চুরি করেই পরিণীতি পেলেন লাখ লাখ টাকা প্রিয়াঙ্কা ও নিকের বিয়েতে। বিয়ে শেষ হয়ে গেলেও প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ের জৌলুস এখনও তরতাজা সকলের কাছেই।বিয়েতে যে পরিমাণে টাকা খরচ করা হয়েছে তা হয়ত ধারণার বাইরে আমাদের কাছে। বিয়ের বৈভব বুঝতে প্রিয়াঙ্কা ও নীক এর ব্যাচেলর পার্টি দেখলে অনেকটাই ধারণা পাওয়া যাবে।

প্রিয়াঙ্কা তাদের ব্যাচেলার পার্টিতে সপ্তাহখানেক ধরে যে সব গয়না তিনি পরেছিলেন তার দাম কোটির ঘরে তো বটেই।ওদিকে নিক তাঁর ব্যাচেলর পার্টিতে যে ভদকা আনিয়েছিলেন, তার একটি বোতল লক্ষ টাকার ঘরে।কাজেই বিয়েতে যে আরও টাকার ছড়াছড়ি হবে, তাতে আর আশ্চর্যের কি আছে! জানা গেছে বিয়েতে নিকের শালি অর্থাৎ প্রিযাঙ্কার বোন পরিণীতি চোপড়া নিয়ম মাফিক জামাইবাবুর জুতো লুকিয়ে রাখতেই তার জুতো ফেরত নিতে ৫ লক্ষ টাকা দিয়ে আদায় করতে হয়েছে নিককে। টাকার গল্প শুনেই চমকে গেলেন?পিকচার তো এখনো বাকি আছে ওটা তেমন কিছুই নয়।খবর আরও বলছে, শাশুড়ি ডেনিস জোনাস বিয়েতে বউমা প্রিয়াঙ্কাকে উপহার দিয়েছেন ১৭০ টা হিরে দিয়ে তৈরি এক জোড়া ঝুমকো।যার, দাম পড়েছে ৫৭ লক্ষ টাকা।এবার বুঝতে পারছেন তো “বড্ড বড্ড লোক আর উনকি বড়ি বড়ি বাতে” তবে বিয়েতে যেন টাকার ছরাছরি এমন বলছেন উপস্থিত আত্মীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584