নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। শুক্রবার রাতে চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ঝাঁকরা গ্রামের বাসিন্দা তথা ঝাঁকরা হাইস্কুলেরএক শিক্ষক করোনা পজেটিভ বলে রিপোর্ট আসে।

এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ গিয়ে গোটা এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সিল করে দিয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন তৃণমূল নেতৃত্বের
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য ও সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে তাতে ওই এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584