রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
গোপনে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করলো ফারাক্কা ব্লক প্রশাসন।ফারাক্কার বলিদাপুকুর গ্রামের বাসিন্দা এব্রাহীম সেখের নাবালিকা কন্যা সেরিনা খাতুনের (১৪) সাথে পার্শ্ববর্তী তুলশীপুকুর গ্রামের মাঞ্জারুল সেখের ছেলে আসমাউলের বিয়ে ঠিক হয়।
কিন্তু পাত্রী নাবালিকার খবর গোপনে জানতে পেরে রবিবার সকালে সেখানে হাজির হয়ে যান ফারাক্কা বিডিও রাজর্ষি চক্রবর্তী,আইসি উদয় শঙ্কর ঘোষ ও পিএলভির মহুয়া মুখার্জি ও জাসমিন খাতুন।
তাদেরকে নাবালিকার বিয়ে বন্ধের সম্পর্কে বুঝিয়ে বলাতেই মুচলেকা দিয়ে বিয়ে বন্ধের ঘোষনা দেন মেয়ের বাবা এব্রাহীম সেখ।
আরও পড়ুনঃ দুই নাবালিকার বিয়ে আটকালো পুলিশ
সচতনতা বাড়াতে ফারাক্কা বিডিও রাজর্ষি চক্রবর্তী,আইসি উদয় শঙ্কর ঘোষ ও পিএলভির মহুয়া মুখার্জি ও জাসমিন খাতুন গ্রামের মোড় মোড়ে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে প্রচার করে বললেন নাবালিকা বিয়ে দেওয়া বন্ধ করতে হবে, তাদের ১৮ বছরের আগে বিয়ে দিলে নাবালক ও নাবালিকার অভিভাবকে আইনি সমস্যায় পরতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584