মনিরুল হক, কোচবিহারঃ
মাস্ক বিলিয়ে এলাকার বাসিন্দাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করলেন কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার চন্দনা মহন্ত। রবিবার এই ১ নম্বর ওয়ার্ডের মান্টদাস পল্লী ও সংলগ্ন বাঁধের রাস্তায় মাস্ক বিলি করতে দেখা যায় ফরওয়ার্ড ব্লকের ওই কাউন্সিলারকে।
তবে এ বিষয়ে তিনি বলেন, “গোটা বিশ্ব এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছে। আমাদের দেশ ও রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু আক্রান্তই নয়, পাশাপাশি ঘটছে মৃত্যুর ঘটনাও।
কিন্তু একদিকে সচেতনতা তো আরেক দিকে গরীব মানুষের রুটিরুজির টান। তাই সব কিছু নিয়ম মেনে হচ্ছে না। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ইচ্ছে করে। তাই যতটুকু সামর্থ রয়েছে, তাই নিয়েই রাস্তায় নেমেছি।”
আরও পড়ুনঃ লক ডাউনে আটকে পড়া বহিরাগত ও ভবঘুরেদের খাওয়াবে, জেলা প্রশাসন
২০টি ওয়ার্ড বিশিষ্ট কোচবিহার পুরসভা বর্তমানে তৃণমূল কংগ্রেস দখলে। কিন্তু করোনা ভাইরাস নিয়ে পুরসভা কর্তৃপক্ষের তেমন কোন তৎপরতা চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের। অনেক কাউন্সিলারকেও এখন আর রাস্তায় দেখা যাচ্ছে না। এই অবস্থায় ১ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলার চন্দনা মহন্তের রাস্তায় নেমে মাস্ক বিলি অনেকেরই নজর কেরেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584