মোহনপুর মাঠে পাল্টা সভায় ভীড় জমালো তৃণমূল

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

counter meeting of tmc at mohanpur 2
নিজস্ব চিত্র

তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যেখানে যেখানে বিজেপি সভা করবে সেই স্থানে যেন পাল্টা সভা করা হয়।সেইমতো জেলা তৃণমূল নেতৃত্ব জেলায় জেলায় সভার সিদ্ধান্ত গ্ৰহন করে।গত ৬ ই ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন এলাকার মোহনপুর মাঠে সভা করতে আসেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সহ রাজ্যের একঝাক নেতানেত্রী।যেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্টই কম।আর সেই সভার পাল্টা একই মাঠে নিজেদের সভার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেতৃত্ব।সেই মতো আজ মোহনপুরের এই মাঠে তৃণমূলের খড়গপুর গ্রামীন কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সভার। যেখানে হাজির হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,সহ সভাধিপতি তথা তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ ও প্রদ্যুৎ ঘোষ , গোপাল সাহা,শশধর পলমল,পার্থ ঘনা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানদের হত্যার প্রতিবাদে মিছিল

counter meeting of tmc at mohanpur
তৃণমূল কর্মী সমর্থকদের ভীড়। নিজস্ব চিত্র

এদিনের এই সভাতে কর্মী সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মতো।সভায় উপস্থিত সমস্ত বক্তাগণ আগামী লোকসভা ভোটে দল যেন ৪২ এ ৪২ পায়, তার চেষ্টা করতে হবে বলে জানান।মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করার শপথ নিয়ে দলকে গোষ্ঠী কোন্দল ভুলে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বলে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here