দেশ বিদেশের করোনা হালচাল

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা অতিমারি থেকে সুস্থ হচ্ছে দেশ…

করোনা সংক্রমণ কমেছে, তাই করোনা বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশ সবই প্রত্যাহার করে নেওয়ার পথে বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার টুইট করে জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে যাবতীয় করোনা বিধি প্রত্যাহার করতে চলেছে বিহার সরকার।

Face mask
প্রতীকী চিত্র

কমেছে সংক্রমণ, তাই প্রাইমারি স্কুলও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডু সরকার। আগামী ২ মার্চ থেকে প্রাইমারি স্কুল খোলার সিদ্ধান্ত নিল এমকে স্ট্যালিন সরকার।

করোনা সংক্রমণে শীর্ষে পৌঁছেছিল কেরল। তবে বর্তমানে সেখানেও কমেছে সংক্রমণ। সামনেই উৎসবের মরসুম, তাই জমায়েতে ছাড় দিচ্ছে পিনারাই বিজয়ন সরকার। উৎসবের ক্ষেত্রে ১৫০০ জন পর্যন্ত জমায়েত করা যাবে। সংক্রমণ কমতে বিধিনিষেধ প্রত্য়াহার করছে মধ্য প্রদেশ সরকারও। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যাবতীয় করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে নৈশ কার্ফু জারি থাকবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

অন্যদিকে, ফাইজার ও মডার্নার বুস্টার ডোজের কার্যকাল নিয়ে সন্দিহান খোদ আমেরিকা। করোনার নতুন ভ্যারিয়ান্ট প্রতিরোধে বিশ্বের অনেক দেশই জোর দিচ্ছে বুস্টার ডোজে জোর দিচ্ছে। কিন্তু আমেরিকার সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সন্দেহ প্রকাশ করেছে মর্ডানা ও ফাইজারের MRNA ভ্যাক্সিনের তৃতীয় ডোজের কার্যকালের মেয়াদ নিয়ে। তারা জানিয়েছে মাত্র ৪ মাসের মাথাতেই কমতে শুরু হচ্ছে তৃতীয় ডোজের কার্যকারীতা।

চূড়ান্ত কোভিড বিধি প্রত্যাহার করে নিল নরওয়ে সরকার। ভিড় জায়গাতেও সামাজিক দূরত্ববিধি বজায় রাখা ও মাস্ক পরা- এই দুই সিদ্ধান্তই প্রত্যাহার করে নেওয়া হয়েছে সে দেশে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর।

লকডাউনে বিধি ভেঙ্গে পার্টি করেছিলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে যোগাযোগ করল লন্ডন মেট্রোপলিটন পুলিশ, অভিযোগ নিজেরই জারি করা লকডাউন ভেঙ্গে পার্টি করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসে বেশ কিছু প্রশ্নও পাঠিয়েছে পুলিশ। দোষী প্রমাণিত হলে বিধি ভাঙার দায়ে খোদ প্রধানমন্ত্রীকে বেশ বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here