সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বিষ্ণুপুরে সম্পত্তিগত কারণে দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানা এলাকায় পার্বতীপুরের ঘটনা।
আক্রান্ত দম্পতির অভিযোগ, সম্পত্তিগত কারণে দীর্ঘদিনের ঝামেলা চলছিল দুই পরিবারের। ঐদিন রাতে সম্পত্তিগত কারণে ওই দম্পতিকে উদ্দেশ্য করে গালিগালাজ করে প্রতিবেশী খোয়বার মন্ডল।
আরও পড়ুনঃ অর্ধনগ্ন-দগ্ধ স্থানীয় তৃণমূল নেতার দেহ উদ্ধার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তার প্রতিবাদ করায় পার্বতীপুরের বাসিন্দা স্বামী রাজা মন্ডল ও স্ত্রী সাফিয়া বিবিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি সাপিয়ার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ খোয়বারের বিরুদ্ধে।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা হাসপাতালে আনা হলে মাথায় পাঁচটি সেলাই পড়ে সাপিয়ার। রাতেই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584