নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিয়ের রজত জয়ন্তী বর্ষ পূর্তিতে কোনও সামাজিক অনুষ্ঠান না করে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে ঘরোয়া ভাবে পাত পেড়ে খাবারের আয়োজন করলেন এক দম্পতি।
দিনভর তাদের সাথে হৈ হুল্লোড়ে মেতে রইলেন ওই দম্পতি। রবিবার চোপড়া ব্লকের কালাগছ এলাকার সুভাষ নগরে ডি বি এম বৃদ্ধাশ্রমে আয়োজিত হল এমনই এক অনুষ্ঠান।
আরও পড়ুনঃ দুঃস্থ ছাত্রছাত্রীদের বই, মাস্ক বিলি এসএফআইয়ের
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা আহ্বায়ক মানস দাস ও তার স্ত্রী রেখা দাসের বিয়ের রজত জয়ন্তী বর্ষ ছিল এদিন। স্থানীয় থানাকলোনির বাসিন্দা মানস বাবু পরিবারের সদস্যদের নিয়ে এদিন উপস্থিত হন সেখানে।
নানারকম সুস্বাদু খাবার রান্না করে আশ্রমের অসহায় ও বর্ষীয়ান আবাসিকদের মুখে তা তুলে দেন তারা। মানসবাবু জানিয়েছেন, ইচ্ছে ছিল তাদের বিয়ের এই রজত জয়ন্তী বর্ষ অনেক ধুমধাম করে করবেন।
কিন্তু এই সংকটময় পরিস্থিতির জন্য হঠাৎ সিদ্ধান্ত বদল করেছেন। খাবারের সঙ্গে এদিন আবাসিকদের ঘরে ঘরে মাস্ক ও স্যানিটাইজার পৌঁছে দেন ওই দম্পতি। বৃদ্ধাশ্রমের আবাসিকরা ফুলের তোড়া দম্পতিকে শুভেচ্ছা হিসাবে তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584