‘২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদীজি’ টুইট কঙ্গনার, বন্ধ অ্যাকাউন্ট

0
528

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

বন্ধ করা হল অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট। নরেন্দ্র মোদির কঠোর ভক্ত হিসেবে পরিচিত কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বন্ধ করেছে টুইটার।

টুইটার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট  বন্ধ করা হয়েছে। তিনি টুইটারের নিয়ম বারবার ভঙ্গ করেছেন বলে তাঁর অ্যাকাউন্টটি  বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

 

সাম্প্রতিক ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা তাঁর শেষ টুইটে  দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি নেতা স্বপন দাস গুপ্তের টুইটকে রিটুইট করে তিনি লেখেন,”এটা ভয়ানক… গুন্ডাইকে হত্যার জন্য আমাদের প্রয়োজন সুপারপাওয়ার গুন্ডাই…. সে(মহিলা) অবর্ণনীয় দানবের মত, তাকে দমন করার জন্য ২০০০ সালের প্রথমদিকের বিরাট রূপটা দেখান মোদীজি।’

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here