নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির হামলায় এক সঙ্গে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। জলদাপাড়া জাতীয় উদ্যানে লাকরি কুড়োতে গিয়ে এক সঙ্গে হাতির হামলার মুখে পড়েন দুইজন।
জানা গেছে, মৃত স্বামীর নাম সোনু কামি (৬০)। মৃত স্ত্রী গীতা কামি ( ৫৭)। তারা জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া উত্তর মাদারিহাটের বাসিন্দা।
বুধবার দুপুরে জাতীয় উদ্যানে লাকরি কুড়োতে যান দুই জন। জঙ্গলের ভেতরে হাতির হামলার মুখে পড়েন। এক সঙ্গে দুই জনকে শুড় দিয়ে তুলে আছাড় দিয়ে খুন করে বুনো হাতি। রাতে আর বাড়ি ফেরেনি স্বামী স্ত্রী।
আরও পড়ুনঃ নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়করণের বিস্ফোরণে কেঁপে গঙ্গার এপার-ওপাড়
বৃহস্পতিবার সকালে বন টহলে বের হলে স্বামী স্ত্রীর মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। বনদফতরের পক্ষ থেকে মাদারিহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোড়া মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ একই দড়িতে দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার রাজগঞ্জে
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, ” জঙ্গলের ভেতর প্রবেশ করাই বেআইনি কাজ। এই ক্ষেত্রে মৃতরা কোন ক্ষতিপুরন পাবে না।
মৃতদেহ দেখে মনে হচ্ছে হাতির হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্ভবত এরা দুই জন জঙ্গলের ভেতর লাকরি কুড়োতে গিয়েছিল। হাতি আক্রমন করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।” ঘটনায় উত্তর মাদারিহাটে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584