শ্যামল রায়,নবদ্বীপঃ
হোয়াটস আপ মেসেজ আসে যে তিনি ২৫ লক্ষ টাকার লটারি জিতেছেন।এই কথা শুনে নবদ্বীপ শহরের ২২ বছরের তরুণী ঝরনা দত্ত ও তার স্বামী সাহেব দত্ত আনন্দে আত্মহারা হয়ে যান।হুশ ফিরল যখন তখন ইতিমধ্যেই খোয়া গিয়েছে ৬২ হাজার টাকা।টাকা খোয়ানোর পর ওই দম্পতি নবদ্বীপ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন।নবদ্বীপের বাবলারি রামচন্দ্রপুরের বাসিন্দা ঝরনা দত্ত ও সাহেব দত্ত। তাদের কাছে ফোন আসে হোয়াটসঅ্যাপের নম্বরে। ইতিমধ্যে ২৫ লক্ষ টাকার লটারি জিতেছেন তারা। লটারির মাধ্যমে ২৫ লক্ষ টাকা পুরস্কার পাওয়ার জন্য তাদের কিছু টাকা দিতে হবে। ঝরনা জানিয়েছেন যে যশোপাল সিং নামে একজন ফোন করে তাকে বলে লটারি তে পঁচিশ লক্ষ টাকা জিতেছেন। এই টাকা পেতে হলে কিছু টাকা ডিপোজিট করতে হবে। আনন্দে আত্মহারা হয়ে বাড়ির গহনা বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ৬২ হাজার টাকা জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক থেকে উধাও হয়ে যায় টাকা। টাকা যাবার পর সর্বস্বান্ত হয়েছেন ওই দম্পতি ঝরনা দত্ত এবং তার স্বামী সাহেব দত্ত।পুলিশকে তারা জানিয়েছেন যে প্রথমে লটারি কথা বলে তারপর তাদের একাউন্টে টাকা ঢুকে যাওয়ার অপেক্ষা তাই একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে প্রথমে তাদের ১৫৫০০ টাকা জমা দিতে বলা হয়। এই টাকা সুদে ধার করে ব্যাংক মারফত টাকা পাঠায়। যশোপাল সিং নামে ওই ব্যক্তি জানান তাদের নামে ২৫ লক্ষ টাকার চেক রেডি হয়ে গিয়েছে এবং ওয়াটস অ্যাপ এর মাধ্যমে চেকটি পাঠায়। তারপর আবার ফোন আসে ব্যাংকের এসিস্ট্যান্ট ম্যানেজার পরিচয় এর মারফত।ব্যাংকের নাম বলে পরিচয় দেন রানা প্রতাপ সিংহ নামে এক ব্যক্তি। তিনি জানিয়ে দেন যে পাঠানো কোন টাকায় তারা পাননি। টাকা পেতে হলে দ্রুত আরো ৭৫ হাজার টাকা পাঠাতে হবে তাহলেই তারা ২৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।এর পরেই দত্ত দম্পতির মনে সন্দেহ জাগে এবং টাকা দিতে আপত্তি জানালে লাগাতার ফোনে চাপ দেওয়া শুরু হয়।এরপরে পুরো বিষয়টি সন্দেহের দানা বাঁধতে থাকে তাদের কাছে। ওই দত্ত দম্পতি বুঝতে পারে যে তাদের পাঠানো টাকা খোয়া গিয়েছে এবং মিথ্যা প্রলোভনে পড়ে তারা সর্বস্বান্ত হয়েছেন এরপর নবদ্বীপ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা যদিও পুলিশ বলছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে যুক্ত তাদের ধরতেও তল্লাশি শুরু করেছে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য।
আরও পড়ুনঃ সরকারী সাহায্যে প্রাণ ফিরছে আদিবাসী মহিলাদের শিল্পকর্ম
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584