‘দেশের জাতীয় বিপর্যয়ে নীরব দর্শক হতে পারে না আদালত’, কেন্দ্রকে তিরস্কার সুপ্রীমকোর্টের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্র’কে বেনজির তিরস্কার সুপ্রীম কোর্টের, জাতীয় বিপর্যয়ে নীরব দর্শক হয়ে থাকতে পারে না আদালত। মঙ্গলবার এক মামলার শুনানিতে এভাবেই কেন্দ্রকে তীব্র ভাষায় তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণ প্রতিরোধে অক্সিজেন, টিকা এবং ওষুধ সরবরাহে সরকারের উদ্যোগ কী? এই সংক্রান্ত একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এই মামলার শুনানিতে এদিন এভাবেই কেন্দ্রকে ভর্ৎসনা করেছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

The Supreme court | newsfront.co
ফাইল চিত্র

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘কোনও হাইকোর্টের এক্তিয়ারে হস্তক্ষেপ করতে চায় না আদালত। বরং একজন সহযোগী হিসেবে কাজ করতে চায়।‘ এই বেঞ্চের অন্য দুই বিচারপতি এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভাট।সর্বোচ্চ আদালত এদিন বলে, ‘এই বিষয়ে মধ্যস্থতা করতে হাইকোর্টগুলো সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু করোনা সংক্রমণ একটা জাতীয় ইস্যু, তাই এই বিপর্যয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না।‘

আরও পড়ুনঃ বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ ভারত! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এই মামলায় সরকার-আদালতের মধ্যস্থতাকারী হিসেবে আইনজীবী জয়দীপ গুপ্তা ও মীনাক্ষী অরোরাকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। এদিকে, মঙ্গলবারই ২রা মে ভোটগণনার দিন বা তার পরে রাজনৈতিক দলগুলোর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। কিন্তু শুধু এতেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট, এ বিষয়ে কমিশনকে কড়া নির্দেশ শোনাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, শুধু বিজয় মিছিল বন্ধের নির্দেশ দিলেই হবে না। নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিককে কড়া ভাবে তা প্রয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

মঙ্গলবার কোভিডে প্রচার বন্ধ সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই হাইকোর্টের পর্যবেক্ষণ, খাতায় কলমে সার্কুলার জারি করে কোনও লাভ নেই। কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, আধিকারিকদের তা প্রয়োগ করতে হবে সর্বোতভাবে।

এদিন শুনানির শুরুতেই কমিশন আদালতে জানায়, ২ মে সমস্ত বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণনার দিন কোনওভাবেই যাতে রাস্তায় বিজয়োল্লাস না হয় সে কারণে কমিশন এই আগাম পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ভোটে জয়ী প্রার্থীরা শংসাপত্র কমিশন দফতর থেকে নেওয়ার সময় দু’জনের বেশি থাকতে পারবেন না। গণনার সময় এজেন্ট ও প্রার্থীকে উপস্থিত থাকতে হলে তাঁদের আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here