দেশের ৬২ জেলায় বাড়বে লকডাউনের সময়সীমা

0
613

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

ভারতে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ১৪ এপ্রিল শেষ হবে এই লকডাউনের মেয়াদ। কিন্তু ১৪ এপ্রিলের পরও দেশের ৬২ জেলায় বাড়বে লকডাউনের সময়সীমা।

lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

ইতিমধ্যেই চার হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত। এর মধ্যে ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে দেশের ৬২ জেলায়। মোট ৭৩৬ টির মধ্যে ২৭৪ জেলা থেকে করোনা পজেটিভের হদিশ মিলেছে। তাই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে রবিবারই ৮৯,৫৩৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪ এপ্রিল নমুনা পরীক্ষা হয়েছিল ১০,০-৩৪ জনের। এরপর ক্রমেই বেড়েছে করোনা পরীক্ষার হার। শনিবার, আইসিএমআর কয়েকটি অঞ্চলে দ্রুত মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করার পরামর্শ জারি করা হয়েছে।

যতদ্রুত সম্ভব এই পরীক্ষাগুলির ফলাফল আইসিএমআরকে জানাতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। লকডাউনে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ চিকিৎসকদের।

করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে সরকারের তরফ থেকে সর্বক্ষণ সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। এছাড়া সরকারকে করোনার সংক্রমণ রুখতে সর্বত্র মাস্ক বিলি করতেও দেখা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here