শ্যামল রায়,কাটোয়াঃ
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে খুনের দায়ে স্বামী,শ্বশুর,শাশুড়ি দেওরের সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল কাটোয়ার অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্দীপ চৌধুরী।শুক্রবার আদালত সূত্রে জানা যায় ২০০৮ সালে ২ রা মে কেতুগ্রাম থানার নিরোল গ্রামে শ্বশুর বাড়িতে ক্ষান্তমণি দত্ত(২৫) কে তার স্বামী চাঁদ দত্ত, দেওর সমীর দত্ত, শ্বশুর সুকুমার দত্ত ও শাশুড়ি চায়না দত্ত গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে। কেতুগ্রাম থানায় গৃহবধূর বাবা মুর্শিদাবাদের কাগ্রামের বাসিন্দা বিশ্বনাথ দত্ত স্বামী সহ পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ বধূ হত্যায় স্বামী সহ চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা
ষড়ভূজা দত্ত নামে এক অভিযুক্তের মামলা চলাকালীন মৃত্যু হয়।আজ অতিরিক্ত জেলা দায়রা বিচারক চার অভিযুক্তকেই বধূনির্যাতন সহ খুনের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584