মনিরুল হক, কোচবিহারঃ
গত শনিবার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিনটে তক্ষক উদ্ধার করে ছিল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার হওয়া এই তক্ষক গুলিকে গভীর বনাঞ্চলে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। রবিবার এই তক্ষক গুলি নিয়ে মাথাভাঙ্গা আদালতে উপস্থিত হয় বনাধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা যায় পাচারের উদ্দেশ্যে তক্ষক নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করে তারা। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম নরসিংহ অধিকারী। তাঁর বাড়ি বেহারবারি ফালাকাটা জটেশ্বর এলাকায়। এইদিন মাথাভাঙ্গা আদালতে তক্ষক গুলোকে হাজির করানো হয়।
বনদফতরের মাথাভাঙার রেঞ্জার সজল পাল জানান, আদালত এই তক্ষক গুলোকে গভীর বনাঞ্চলের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে তক্ষক গুলোকে চিলাপাতা গভীর বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এইদিন তক্ষক গুলো দেখার জন্য মাথাভাঙ্গা আদালত চত্বর এলাকায় ভিড় জমে ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584