মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে আদালতের কোপে শিক্ষক

0
130

হরষিত সিং,মালদা,২৩ মার্চঃ
প্রাথমিক শিক্ষক ছেলের বিরুদ্ধে আদালতের রায়- প্রতিমাসে বৃদ্ধ বাবা মায়ের হাতে তুলে দিতে হবে ৬ হাজার টাকা করে। কয়েক মাস আগের ঘটনা, মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকার বাসিন্দা তৈমুর সেখ(৬০) স্ত্রী নূরনাহার বিবি(৫২) তাদের ছেলে প্রাথমিক শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনেন যে ২০১৭ সালের সেপ্টম্বর মাসে সে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অভিযুক্ত সোহেল রানা পিপলতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে শিক্ষক ছেলের বিরুদ্ধে মালদা জেলা আদালতের দারস্থ হন বাবা মা। আদালতে ছেলের বিরুদ্ধে শুরু হয় শুনানি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারপতি শ্রীমতী সুস্মিতা খান আজ শুক্রবার রায় ঘোষণা করে বলেন প্রতিমাসে মায়ের হাতে ৩ হাজার এবং বাবাকেও দিতে হবে ৩ হাজার টাকা।

রায়ের কপি হাতে অসহায় বৃদ্ধা মা

মামলা চলার পর ছেলের বিরুদ্ধে এমন রায় হওয়ায় খুশি হয়েও আক্ষেপ বৃদ্ধ দম্পতির।
বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, তাদের মেজ ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য তারা খুব কষ্ট করেছেন। আর দু ছেলে রাজ‍্যের বাইরে শ্রমিকের কাজ করে।মেজ ছেলে পড়াশোনায় ভালো হওয়ায় তাকে জমি বিক্রি করে পড়াশোনা র ব‍্যবস্থা করেন তাঁরা।

মা নূরনাহার বিবি আক্ষেপ করে বলেন ,”ছেলেকে শিক্ষিত করার জন্য জমি বেচে সমস্ত টাকা তার পেছনে খরচা করি। এই আশায় যে ছেলে চাকুরি পেয়ে বৃদ্ধ বয়সে আমাদের সম্বল হবে। কিন্তু তা হলোনা। চাকুরি পাওয়ার পর ছেলে আমাদের ঘর থেকেই তাড়িয়ে দিল!”

আজকের আদালতের রায় তাৎপর্যপূর্ণ। একজন শিক্ষকের এমন আচরণে হতবাক আদালত।টাকা যাতে প্রতিমাসে মা বাবা পায় তার জন্য জেলা প্রাথমিক সংসদ চেয়ারম্যানকে লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন বৃদ্ধ মা-বাবার পক্ষের আইনজীবী ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here