অনুমোদন পেল না কোভ্যাক্সিন, আরও তথ্য চাইল WHO

0
74

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা ছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের। কিন্তু সেগুড়ে বালি। এবারও অনুমোদন পেল না কোভ্যাক্সিন। মঙ্গলবার ভারত বায়োটেকের জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত পরামর্শদাতাদের দল।

Covaxin

এরপর ভারত বায়োটেককে মেল করে টিকা সংক্রান্ত আরও তথ্য চায় হু। ফলে এবারেও অনুমোদন পেল না কোভ্যাক্সিন। চলতি বছরের এপ্রিল মাসে আপৎকালীন ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদনের আবেদন করেছিল ভারত বায়োটেক। এরপর কেটে গিয়েছে ৬ মাস। এখনও অমিল কোভ্যাক্সিনের অনুমোদন।

এর আগে ভারতে তৈরি কোভিশিল্ড, মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্ম এবং সিনোভ্যাক-এর মতো করোনা টিকাগুলিকে অনুমোদন দিয়ে দিয়েছে হু। শুধু ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন-ই নেই এই তালিকায়।

আরও পড়ুনঃ করোনার দাপট আরও বাড়ল, চিনে ‘গৃহবন্দি’ ৪০ লক্ষ মানুষ

অনুমোদনের জন্য আবেদন করার পর ছ’মাস কেটে গেলেও কেন এখনও অনুমোদন পেল না কোভ্যাক্সিন? এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর এক কর্মী বলেন, “কোনও টিকা পুরোপুরি মূল্যায়ন করার প্রক্রিয়া সাধারণত দীর্ঘই হয়। টিকা সংক্রান্ত নানা তথ্য যাচাই করার পর তবেই টিকায় অনুমোদন দেওয়া হয়। কোনও টিকায় অনুমোদন দেওয়ার আগে তার গুণগত মান, সুরক্ষা, কার্যকারিতা-সহ নানা দিক পর্যালোচনা করা হয়। যা অত্যন্ত সময় সাপেক্ষ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here