ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার করোনা ভাইরাস আক্রান্ত সমস্ত মৃতদেহ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)।
If someone insists to bury the body, they will only be permitted if the body is taken out of Mumbai city's jurisdiction: Praveen Pardeshi, Commissioner of Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra #COVID19 https://t.co/jGPKIiceId
— ANI (@ANI) March 30, 2020
মুম্বাইয়ের বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) প্রধান প্রবীণ পরদেশী এই নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে। সেই নির্দেশ আরো জানানো হয়েছে ধর্ম নির্বিশেষে করোনা আক্রান্ত মৃতদেহ কোনভাবেই কবরস্থ করা যাবে না। কেউ যদি কবরস্থ করার জন্য পীড়াপীড়ি করে শুধুমাত্র তাদেরকেই কবরস্থ করার অনুমতি দেওয়া হবে। তবে সেটা করতে হবে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) এলাকার বাইরে। তবে সৎকারের সময় কোনোভাবেই ৫ জনের বেশি উপস্থিতির অনুমতি দেওয়া যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584