নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সেফ হাউজের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে পথে অবরোধে নামলেন করোনা পজিটিভ রোগীরা। সোমবার দুপুরে এই অবরোধকে কেন্দ্র করে রায়গঞ্জে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেফ হাউজে থাকা ৬০ জন করোনা রোগী এই অবরোধে সামিল হয়েছিলেন।
নিম্ন মানের খাবার সরবরাহ, পানীয় জলের সংকট সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হন কোভিড পজিটিভ রোগীরা৷ সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের কর্ণজোড়ায়। অবরোধের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ৷ উপসর্গহীন করোনা পজিটিভ রোগীদের জন্য কর্ণজোড়া ক্রেতা সুরক্ষা ভবনে অস্থায়ী সেফ হাউজ তৈরি করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনায় ব্রতী প্রাক্তন মন্ত্রী
সেখানে প্রায় ৬০ জন উপসর্গহীন করোনা রোগী ১৪ দিনের জন্য বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। এদিন সেফ হাউজের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হন রোগীরা। বিক্ষোভ কারীদের অভিযোগ, নির্দিষ্ট কোনও সময় না মেনে তিন বেলাই তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে৷
নিরামিষ খাবার দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য৷ পাশাপাশি কঠিন জলকষ্টে রয়েছেন তাঁরা। প্রত্যেককে দৈনিক দু্টো করে পাউচ জলের প্যাকেট দেওয়া হয় বলে অভিযোগ করেন রোগীরা৷
আরও পড়ুনঃ ফের লকডাউনের সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুরে
অক্সিজেন সিলিন্ডারেরও কোনও বন্দোবস্ত নেই সেফ হাউজে বলে অভিযোগ করেন তারা । রায়গঞ্জের বিডিও রাজু লামা জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584