পুজোয় রাজ্যের কোভিডবিধি আরও শিথিল করল নবান্ন, বেশি রাত পর্যন্ত খোলা থাকবে বার ও রেস্তরাঁ

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : পুজোয় রাজ্যের কোভিডবিধি আরও কিছুটা শিথিল করল নবান্ন। রাত ১১ টার পরও খোলা থাকবে রেস্তরাঁ ও বার। শনিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশই দেওয়া হয়েছে। ১০ অক্টোবর থেকে কার্যকরী হবে এই নির্দেশিকা। ২০ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা মেনেই খুলবে শহরের রেস্তরাঁ ও বারগুলি।

ছবি সৌজন্যে: টাইমস অফ ইন্ডিয়া

করোনা সংক্রমণের কথা ভেবে গত বছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় একগুচ্ছ কোভিড বিধি জারি করা হয়েছে। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এবছরও নিষিদ্ধ। বাইরে থেকেই মা দুর্গাকে দর্শন করতে হবে দর্শনার্থীদের। পুজোর গাইডলাইনও বেঁধে দিয়েছে নবান্ন। সেই গাইড লাইন মেনেই পুজো করতে হবে প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে। এদিকে, পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা আগেই শিথিল করেছে সরকার। পুজোর দিনগুলিতে নাইট কারফিউ থাকবে না। তবে দ্বিতীয়া থেকে কলকাতায় ঠাকুর দেখার ভিড় যেমন নজরে এসেছে তেমনই শহরের রেস্তরাঁ, বারগুলির বাইরেও ভালোই ভিড় জমতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে পুজোর দিনগুলিতে রাজ্যবাসীর জন্য কোভিডবিধি আরও কিছুটা শিথিল করল নবান্ন। আগামীকাল অর্থাৎ ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১১ টার পরও রেস্তরাঁ এবং বার খোলা রাখা যাবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। পুজোয় রাতে কোনও বিধি নিষেধ নেই ঠিকই কিন্তু মাস্ক পরা যে আবশ্যক, সেকথা বারবার উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here