শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা সংক্রমণে সুস্থতার হার বাড়লেও এখনও ৮০ শতাংশ সংক্রমিত মানুষই উপসর্গহীন। কিন্তু টেস্টের পরিমাণ না বাড়ালে সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে। সেই কারণেই এবার কলকাতা পুরনিগমের মুখ্যপ্রশাসক ও রাজ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই তৈরি করা হবে পুরনিগমের নিজস্ব কোভিড পরীক্ষাকেন্দ্র।

সেখানে শহরের মানুষ বিনামূল্যেই কোভিড পরীক্ষা করাতে পারবেন। প্রতিটি ওয়ার্ডে থাকা হেলথ সেন্টারগুলিতে একটি করে ঘর শীততাপ নিয়ন্ত্রিত করে সেখানেই এই পরীক্ষাকেন্দ্র তৈরি করা হবে। সাধারণ মানুষ কোথায় গিয়ে পরীক্ষা করাবেন সেই নিয়ে দিকভ্রান্ত।
আরও পড়ুনঃ এলআইসির নিয়োগ সংক্রান্ত মামলায় চাকরিপ্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে নির্দেশ হাইকোর্টের
সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা করতে গেলে যেমন লম্বা লাইন এর সম্মুখীন হতে হচ্ছে ঠিক তেমনই বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য লাগছে অতিরিক্ত টাকা মুহূর্তে অনেকের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতির দিকে বিবেচনা করে প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে করোনা পরীক্ষা করার কেন্দ্র খোলার প্রস্তাব দিয়েছেন ফিরহাদ।
আগামী ১০ দিনের মধ্যেই সেই পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই শহরে সেফ হোম ও কোয়ারেন্টিন সেন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশে চালু সেন্টার গুলিতে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার চালু হতে চলেছে বিনামূল্যের কোভিড টেস্টের পরীক্ষাকেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584