নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিড বিধি নিষেধ সম্পর্কে বড়সড় ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ওমিক্রন ভ্যারিয়ান্টের সংক্রমণ ঠেকাতে যা কিছু বিধি নিষেধ জারি করা হয়েছিল অর্থাৎ কোভিড বিধির প্ল্যান বি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মাস্ক পরা আর বাধ্যতামূলক নয় ব্রিটেনে। তা জারি হচ্ছে আগামী সপ্তাহ থেকেই। সম্ভবত রেহাই মিলতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম থেকেও।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোভিড শংসাপত্র দেখানোও আর বাধ্যতামূলক নয়। জনমতের ভিত্তিতে সেকেন্ডারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ ঊর্ধমুখী হওয়ায় গতবছর ডিসেম্বর মাসে প্ল্যান বি করোনা বিধি চালু করে বরিস জনসন সরকার।
আপাতত করোনা সংক্রমণ নিম্নমুখী সে দেশে। পরিস্থিতি পর্যালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, বদ্ধ জায়গায় বা ভিড় রয়েছে এমন স্থানে এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শে আসার সময় মাস্ক পরবেন মানুষ, তবে যদি কেউ মাস্ক না পরেন তাঁদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার, পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও টাকাই আসেনি করোনা মোকাবিলায়
হোম আইসোলেশনের নতুন নির্দেশিকা জারি করেছিল ব্রিটেন। ৭ দিনের বদলে ৫ দিন করা হয় হোম আইসোলেশন। পঞ্চম এবং ষষ্ঠ দিনে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এলে আর হোম আইসোলেশনের আর দরকার নেই এমনই বলা হয়েছিল। আগামী ২৪ মার্চ পর্যন্ত জারি করা হয়েছিল এই নির্দেশিকা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে আইসোলেশনেও ইতি টানতে পারে সরকার কিন্তু তা ২৪ মার্চের পরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584