কৃষি বিভাগের উদ্যোগে বেগুনি ফুলকপি চাষে সফল জলঙ্গির চাষিরা

0
66

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

বেগুনি জাতের ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পোল্লাদাঙ্গা ,কলিকাহারা, ফরিদপুর গ্রামের কয়েকজন কৃষক। তাদের দেখে অন্যরাও চাষের ব্যাপারে অনুপ্রাণিত হচ্ছেন বলে জানাচ্ছেন চাষীরা।

নিজস্ব চিত্র

চাষীরা জানাচ্ছেন, জলঙ্গি ব্লকের কৃষি দফতরের সহায়তাতেই সাফল্য এসেছে বেগুনি রঙের ফুলকপি চাষে। কৃষি আধিকারিক জানান, “আত্মা প্রকল্পের আওতায়” ক্ষেত্র প্রদর্শনী হিসেবে পোল্লাডাঙ্গায় নতুন ফসল হিসেবেওই বেগুনি ফুলকপির বীজ দেওয়া হয়, সেই দিয়ে এই কপি চাষ করেন। ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মাদ্রাসার পেছনের মাঠে কয়েক জন মিলে ওই কপির চাষ করেন।

purple cauliflower
বেগুনি রঙের ফুলকপি চাষ। নিজস্ব চিত্র

চাষীদের বক্তব্য, আমরা প্রথমে ভয় পেয়েছিলাম কেমন হবে কপি চাষ আদৌ ফলন হবে কি না ,কারণ এই রকম কপি আগে কখন চাষ করা হয়নি বা দেখেনি তারা। যদিও হাসিবুল ইসলাম নামের এক চাষী জানান, এই কপি চাষ করে ভালই ফলন পেয়েছি। এমনকি অন্য ফুল কপির থেকে দামও বেশি পাচ্ছি, বাজারে চাহিদাও বেশি।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের পদ্মা ভাঙ্গন নির্মল চর এলাকায় শীতবস্ত্র বিতরণ করল ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশন

আরেক চাষী জানান যে, জলঙ্গি ব্লকের সহ কৃষি আধিকারিক অরিত্র সাহা আমাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তার পরে আমরা এই ফুলকপি চাষ করতে শুরু করি। এই ফুলকপি চাষ করে লাভের মুখ দেখা যাবে বলে জানাচ্ছেন চাষীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here