নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল থেকে রাজ্যে আর থাকছে না করোনা বিধি। বৃহস্পতিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে একথা। নির্দেশিকায় বলা হয়েছে আগের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত জারি থাকছে কোভিড বিধি। এরপরে আর তার সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এদিনের নির্দেশিকায় বলা হয়েছে যে, ২০২০ সালে করোনা অতিমারির কারণে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ ও পশ্চিমবঙ্গ মহামারি আইন-এর আওতায় এই বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে নিম্নমুখী রয়েছে রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ।
গত বেশ কয়েকদিন রাজ্যে করোনা সংক্রমণের কারণে মৃত্যুও ঘটেনি। কমেছে পজিটিভিটি রেটও৷ এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে তুলে নেওয়া হচ্ছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। থাকছে না নাইট কারফিউও।
আরও পড়ুনঃ প্রবল সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি, সামাল দিতে দিনে ১০ ঘন্টা বিদ্যুৎ ছাঁটাই-এর সিদ্ধান্ত নিল সরকার
এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসাস্টার ম্যানেজমেন্ট আইন ২০০৫ ও পশ্চিমবঙ্গ মহামারি আইন ও যাবতীয় কোভিড বিধিনিষেধ আপাতত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে ফের লাগু হতে পারে বিধিনিষেধ। এদিন মধ্যরাত থেকেই উঠে যাচ্ছে বিধিনিষেধ ৷ তবে সংক্রমণ এড়াতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584