রায়গঞ্জ মেডিক্যালে শুরু হল কোভিড পরীক্ষা

0
20

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

অবশেষে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল কোভিড পরীক্ষা কেন্দ্র। এবার থেকে এখানেই করোনা সন্দেহভাজনদের লালারসের নমুনা পরীক্ষা করা যাবে।

covid test | newsfront.co
নিজস্ব চিত্র

এতদিন মালদহ মেডিক্যাল বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যালে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে হত। স্বভাবতই পরীক্ষার রিপোর্ট আসতে দেরি হত। শুক্রবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার দিলীপ পাল, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাসের উপস্থিতিতে এই কোভিড পরীক্ষা কেন্দ্র চালু হয়।

আরও পড়ুনঃ হুল দিবস সফল করতে জেলাশাসকের এলাকা পরিদর্শন

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য বলেন, ‘আজ থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিন ৩০০টি টেস্ট করা হবে। নেগেটিভ রিপোর্ট মিলবে ২৪ ঘন্টার মধ্যে এবং পজিটিভ রিপোর্ট মিলবে ৪৮ ঘন্টার মধ্যে।’ তিনি জানিয়েছেন, ‘উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আর পরীক্ষার জন্য লালারসের নমুনা পাঠানোর প্রয়োজন হবে না। জেলার কোভিড পরীক্ষা এখন থেকে জেলাতেই হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here