চিকিৎসককে দিয়ে টিকাকরণ শুরু দক্ষিণ দিনাজপুরে

0
50

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

সারা দেশের ৩০০৬ টি টিকাকরণ কেন্দ্রের পাশাপাশি এই রাজ্যের ২৮ টি জেলার ২০৮ টি প্রতিষেধক কেন্দ্রে টিকাকরণ সহ দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি টিকাকরণ কেন্দ্রে টিকাদান শুরু হল।

Covid Vaccination | newsfront.co
টিকা প্রদান ৷ নিজস্ব চিত্র

আজ সকাল ঘড়ির কাটার সাথে সময় মিলিয়ে ঠিক সাড়ে দশটাতেই বালুরঘাট জেলা হাসপাতালে এই করোনার প্রতিষেধক কোভিশীল্ড ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়। জেলার কোভিড যুদ্ধে প্রথম সারিতে থাকা বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার ধরকে প্রথম এই প্রতিষেধক দেওয়া হয়। হাসপাতালের সিনিয়র নার্স উত্তরা হেমব্রম তাকে টিকা প্রদান করেন।

Corona Vaccination | newsfront.co
নিজস্ব চিত্র

ভ্যাকসিন নিয়ে বেড়িয়ে ভ্যাকসিন গ্রহিতাদের জন্য নির্দিষ্ট বিশ্রামকক্ষে বসে জেলা হাসপাতালের প্রথম টিকা নেওয়া চিকিৎসক প্রদীপ ধর হাসি মুখে জানান, ভাল লাগছে যে তিনিই প্রথম করোনার টিকাকরণে এগিয়ে এসেছেন।

তিনি বলেন, ভয়ের কিছু নেই অন্যরাও এগিয়ে আসুন টিকা নিতে। তিনি আর জানান তাঁর পরিবারও তাকে এই টিকা নেওয়ার জন্য বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছে। দেশের এই ঐতিহাসিক দিনে টিকা গ্রহণ করার কর্মসূচির সাক্ষী থাকতে পেরে তিনি খুব আনন্দিত।

এদিকে সকাল সাড়ে দশটার পর টিকাকরণ শুরু হওয়ার পর একঘন্টায় আর ও বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীদের টিকা প্রদান করার কাজ সম্পন্ন হয়ে গেছে ।

আরও পড়ুনঃ সূচনা হওয়ার পরই দেশজুড়ে সার্ভার বিভ্রাটের সম্মুখীন করোনা টিকাকরণ কর্মসূচি

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতাল, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল, কুশমন্ডি হাসপাতাল, হরিরামপুর হাসপাতাল , হিলি গ্রামীণ হাসপাতাল সহ বালুরঘাট ব্লকের খাসপুর গ্রামীণ হাসপাতালে আজ সকাল সাড়ে ১০টা থেকে এই টিকাকরণ কর্মসূচি চলছে। প্রতিদিন ১০০ জন করোনা যোদ্ধাকে কোভিড গাইড লাইন মেনে এই টিকা প্রদান করা হবে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।

আরও পড়ুনঃ সাফাই কর্মীকে দিয়ে টিকাকরণ কর্মসূচির সূচনা মুর্শিদাবাদে

লকডাউন শুরুর থেকে যে সব পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, সাফাইকর্মী থেকে শুরু করে করোনা হাসপাতাল ও সেফ হোমের সাথে যুক্ত থাকা সব কর্মীর পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীগন স্বাস্থ্য দফতরের তালিকায় থাকা এই সব করোনা যোদ্ধাদের পর্যায়ক্রমে আজ থেকে এই ছয়টি টিকাকরণ কেন্দ্র থেকে পুনে থেকে আসা কোভিশীল্ড টিকা প্রদান শুরু করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here