গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
আবার করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ। তার ওপর সামনেই বিধানসভা ভোট। ভোটে মিছিল মিটিং হবে সর্বত্র। এই সময় যাতে করোনা ভাইরাস মানুষের মধ্যে না ছড়ায় তারজন্য এখন থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর।
গত কয়েক দিন যাবৎ তাই চা বাগান এলাকায় করোনা টিকা দেওয়ার কাজ করছে স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি প্রতিদিন ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চলছে টিকাকরণ এবং করোনা পরীক্ষা। পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সকল মানুষকে অ্যাওয়ারনেশ করার কাজ চলছে।
মাল মহকুমার বিভিন্ন জায়গায় চা বাগানে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ আরম্ভ হয়েছে। করোনা সংক্রমণ রোধ করার জন্য ১৯ জানুয়ারি পুরো দেশে টিকাকরণ আরম্ভ হয়েছে। চা বাগান এলাকায় আরম্ভ হয়েছে টিকাকরণ। ৬০ বছরের বেশি মানুষদের এই টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ এই কাজ করছে। মাল ব্লকের মিনগ্লাস, লিস রিভার চা বাগানে টিকাকরণ হয়েছে। আসতে আসতে সমস্ত চা বাগানে টিকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারে
লিস রিভার বাগানের শ্রমিক কল্যান আধিকারিক রাহুল শর্মা বলেন, “সরকার ভাল পদক্ষেপ নিয়েছে। বয়স্কদের ভ্যাকসিন নিতে কয়েক কিলোমিটার দূরে যেতে হবে না। প্রথম ডোজ দেওয়া হল।শুধু টিকা নিলে করোনা মুক্ত হবে না,এর সাথে সরকারের স্বাস্থ্যবিভাগ নির্দেশিত বিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশ পালন করার সাথে মাস্ক পরা অত্যন্ত জরুরী।”
মাল ব্লকের বিএমওএইচ প্রিয়াংকু জানা বলেন, “সব চা বাগানে এবং ওদলাবাড়ি হাসপাতালে টীকাকরণের কাজ চলছে দ্রুত গতিতে। এখন পর্যন্ত সব মিলিয়ে মাল ব্লকে সাত হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষকে অ্যাওয়ারনেসের কাজও চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584