পিয়ালী দাস, বীরভূমঃ
শনিবার বীরভূমে পথ চলা শুরু হল কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের। বীরভূম জেলায় করোনাকে হারিয়ে ৩০০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদেরকে নিয়ে এই ক্লাবের সূচনা করলেন বীরভূম জেলা প্রশাসন।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, বীরভূমের চিকিৎসক আধিকারিক হিমাদ্রি আড়ি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, “এই মারণব্যাধিকে হারিয়ে যেসব মানুষরা জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন সেই সব মানুষরা করোনায় আক্রান্ত মানুষদেরকে মানসিক শক্তি যোগাবে। এই ব্যাধিকে কিভাবে জয় করা যায় তার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এর জন্য রাজ্য সরকার প্রত্যেক করোনা যোদ্ধাকে মাসিক ১৫ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেবে।”
আরও পড়ুনঃ নো স্কুল নো ফি-এর দাবিতে উত্তাল বেহালা ন্যাশনাল জেমস, ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন
বীরভূমের জেলাশাসক বলেন, “করোনা যোদ্ধারা যে যেমন কাজে পারদর্শী তাদেরকে সেই ধরনের কাজ দেওয়া হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584