নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মানসিকভাবে উজ্জীবিত করতে যোদ্ধাদের নিয়ে এক নতুন উদ্যোগ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। ঐতিহাসিক মুর্শিদাবাদের এক নয়া নজির কোভিড যোদ্ধাদের নিয়ে ‘কোভিড ১৯ ওয়ারিয়র্স ক্লাব’ এর সূচনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক সোমবার সকালে ৩০ জন কোভিড যোদ্ধারা আজ কলকাতায় পাড়ি দিলেন।
তাদের লক্ষ্য হবে যারা এই মুহূর্তে কোভিড আক্রান্ত তাদের মানসিকভাবে উজ্জীবিত করা। এটাই বোঝানো এই রোগে তারা আক্রান্ত হয়েও আজ সুস্থ। তবে সুস্থ হয়ে বাড়ী ফেরার পর নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে।সেই জায়গায় নিজেদের যাতে মানসিক ভাবে তৈরী করতে পারে সেটি গড়ে তোলায় হচ্ছে এই যোদ্ধাদের লক্ষ্য।
কিছুদিন আগে কোভিড ওয়ারিয়রস ক্লাবের সূচনার পর মুখ্যমন্ত্রী এর প্রশংসা করেছিলেন এবং জানিয়েছিলেন বহরমপুরে গড়ে ওঠা করোনা যোদ্ধাদের নিয়ে ক্লাবটিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এবার একে একে প্রতিটি জেলাতেই ক্লাব গড়ে উঠবে।
আরও পড়ুনঃ কুমারগঞ্জে কংগ্রেসের হাত শক্ত করল ৩০০ জন যুবক
আর তাই ওনার নির্দেশ মোতাবেক আজ ৩০ জন যোদ্ধা জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে যাত্রা শুরু করলেন। তাদের জন্য একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে পরিচয়পত্র দেওয়া হয়েছিল আজ তাদের সকলকে সংস্থার নামে একটি করে ইউনিফর্ম দেওয়া হয়।
আরও পড়ুনঃ শহিদ শ্যামল দে’কে শ্রদ্ধা জানাতে সবংয়ে শুভেন্দু
মুখ্যমন্ত্রীর এই প্রশংসাই যথেষ্ট খুশি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জেলা প্রশাসনের দপ্তরে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জাগদিশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ রেঞ্জ ডিআইজি শ্রী মুকেশ, পুলিশ সুপার কে. সাবেরি রাজকুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস এবং যার উদ্যোগে আজকের এই ওয়ারিয়র্স ক্লাবের সূচনা সেই ক্লাবের সম্পাদক ডঃ অমরেন্দ্রনাথ রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584