মানুষের পাশে ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা

0
169

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। জুলাইতে নাকি আসতে চলেছে তৃতীয় ঢেউ। তাতে নাকি ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের। সুতরাং ভাল দিন বা ‘আচ্ছে দিন’ মানবজীবন থেকে হারিয়ে গেছে।ভগ্নপ্রায় এক স্বাস্থ্য ব্যবস্থায় বাস করছে দেশের জনগণ। সরকারি সাহায্যও আশানুরূপ নয়। তাই দিকে দিকে সাহায্যের জন্যে এগিয়ে আসছে তরুণ প্রজন্ম।

wridhi writobrata and surangana | newsfront.co

টলিপাড়ার বেশ কিছু নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মিলে গড়ে তুলেছে ‘রিলিফ সেন্টার’। করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা করার জন্যই এই উদ্যোগ৷দেশে প্রতিষেধকের জোগান নেই, হাসপাতাল গুলোতে নেই পর্যাপ্ত বেড, নেই অক্সিজেন। অথচ কয়েক হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন গড়ার কাজ অব্যাহত।

বিভিন্ন এলাকায় গঠন করা হয়েছে টিম। সোশ্যাল মিডিয়ায় সাহায্যকারী নম্বর শেয়ার করা হয়েছে। টলিউডের প্রতিষ্ঠিত তরুণ তুর্কি ঋতব্রত মুখার্জি, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্ধোপাধ্যায়রা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের ‘দেশের নামে’ নাটকের টিমের সকলে মিলে গঠন করেছে ‘দেশের নামে’ সাহায্যকারী নম্বর। হাসপাতালে বেড, অক্সিজেন, প্লাজমার প্রয়োজনে যোগাযোগ করতে বলেছেন তাঁদের সঙ্গে।

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে তাঁরা একাধিক মানুষকে সাহায্য করেছেন। তাঁরা গঠন করেছেন কোভিড ১৯ রিলিফ সেন্টার। মূমুর্ষু করোনা রোগীদের জন্য অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে তাঁদের রিলিফ সেন্টারে।ঋতব্রত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- “আমরা একটি নতুন কোভিড রিলিফ ফেসিলিটি খোলার ব্যবস্থা করেছি।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে না শুটিং, মানতে হবে আরও কিছু নিয়ম

আমরা কোভিড ১৯ পরিস্থিতিতে সব রকম সুযোগ সুবিধা যেমন অক্সিজেন ও মেডিক্যাল ফেসিলিটি জোগাড় করে এই উদ্যোগটি নিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতগতিতে সেই পরিষেবা শুরু করে দিতে পারব। আমাদের একটি হেল্পলাইনেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে ফোন করে আপনারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here