ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
একদিনের নিরিখে মঙ্গলবার সবথেকে বেশি মৃত্যু হয়েছিল গুজরাটে। মৃতের সংখ্যা ৪৯ জন।বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গুজরাটে নতুন ৩৮০ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ২৮ জনের। গুজরাটে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬২৫।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী তারমধ্যে শুধু আমেদাবাদেই নতুন করে ২৯১ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৩৫জনে। গত ২৪ ঘন্টায় ২৫ জন মৃত্যু ধরলে আমেদাবাদেই করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ২৯৮ জনের ।আমেদাবাদে কভিড১৯ মর্বিডিটি রেট শতকরা ৬.১ শতাংশ যা পুরো দেশের (৩.৩) নিরিখে প্রায় দ্বিগুণ।
এমতাবস্থায় আমেদাবাদে ওষুধ ও দুধের দোকান বাদ দিয়ে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইতিমধ্যে গুজরাট সরকারের অনুরোধে মুম্বাই ও দিল্লি সহ এইমস ডিটেক্টর ডঃ রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে এক অভিজ্ঞ ডাক্তারের প্রতিনিধিদল শীঘ্রই আমেদাবাদ যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে।
অন্যদিকে আমেদাবাদের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস-এমনটাই দাবি তুলল কংগ্রেস। ২৪ শে ফেব্রুয়ারি আমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কয়েক হাজার বিদেশী উপস্থিত ছিলেন বলে অভিযোগ গুজরাট কংগ্রেসের।এই পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও তুলেছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584