নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা উচিত, বুধবার এক মামলার শুনানিতে এমনই বলেছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয় আদালতের বক্তব্য, গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হিসেবে গন্য হওয়া উচিত।
জাভেদ নামে এক ব্যক্তি, যিনি গোহত্যায় অভিযুক্ত তাঁর জামিনের আবেদন এদিন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। এই জামিনের আবেদনের শুনানিতেই আদালত বলে, গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হিসেবে গন্য হওয়া উচিত এবং গরুকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া উচিত। আদালত জানিয়েছে বাঁচতে দেওয়ার অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ মেরে ফেলার অধিকারের চেয়ে। এমনকি গোমাংস ভক্ষণের অধিকার কখনো কারুর মৌলিক অধিকার হতে পারেনা।
Cows should be given fundamental rights & should be declared as the National Animal, says Allahabad High Court.#AllahabadHighCourt pic.twitter.com/cLRvezP8p8
— Live Law (@LiveLawIndia) September 1, 2021
এলাহাবাদ হাইকোর্ট এই মামলার শুনানিতে এদিন বলে,” গরু যখন বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়ে তখনো সে মানুষের উপকারে লাগে। গোবর এবং গোমূত্র চাষবাস থেকে শুরু করে বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে কাজে লাগে। সর্বোপরি, গরুকে হিন্দুরা মাতৃরূপে পুজো করেন, মা বৃদ্ধ বা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হত্যা করার অধিকার কাউকে দেওয়া যায় না।“
আরও পড়ুনঃ কেন্দ্রীয় কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত উপনির্বাচনের পক্ষেই মত রাজ্য নির্বাচনী আধিকারিকদের
পাশাপাশি আদালত এও বলে, “ শুধুমাত্র হিন্দুরাই গরুর মাহাত্ম্য বোঝেন এমন নয়। মুসলিম শাসন কালে ৫ জন বিখ্যাত শাসক তাঁদের শাসন কালে গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। বাবর, হুমায়ুন ও সম্রাট আকবর তাঁদের শাসন কালে মুসলিমদের ধর্মীয় উৎসবে গো হত্যা নিষিদ্ধ করেন, মহীশুরের নবাব হায়দর আলির রাজত্বে গোহত্যা শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য করা হতো।
আরও পড়ুনঃ নারদা মামলার চার্জশিটে নাম ফিরহাদ-সুব্রত-মদনের, শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি কুনালের
উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট এদিনের পর্যবেক্ষণে জানায়, এই বিষয় অন্যান্য আদালত এমনকি সুপ্রিম কোর্টও গরুর গুরুত্ব সম্পর্কে মুল্যবান মতামত দিয়েছে বহুবার। দেশবাসীর বিশ্বাসের কথা মাথায় রেখেই গোরক্ষা সম্পর্কে আদালত তাদের মত জানিয়েছে। এবং বেশ কিছু রাজ্যে গোরক্ষা আইনও প্রচলিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584