লাভ জিহাদ-গো সন্ত্রাস আর ইউপি ভোটে কাজ করবে না: আরএলডি প্রধান

0
88

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এবার ইউপি ভোটের অন্যতম ইস্যু হতে চলেছে কৃষক আন্দোলন। অন্যদিকে ‘লাভ জিহাদ’ ও ‘গো সন্ত্রাস’-এর মতো কৃত্রিম ইস্যুগুলো আর কোন ভাবে কাজ করবে না বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী।

rld chief | newsfront.co
জয়ন্ত চৌধুরী, আরএলডি প্রধান। সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বাবা অজিত সিংয়ের মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,”এবারের ভোটে লাভ জিহাদ, গো সন্ত্রাস, কাইরানা এক্সোডাস ও অন্যান্য ফালতু ইস্যুগুলো হারবে ; স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, উন্নতি জিতবে”।

আরও পড়ুনঃ আলীগড়ে ভর্তি প্রক্রিয়া শুরু

পশ্চিমবঙ্গ সহ ৫ বিধানসভা নির্বাচন শেষের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে এবার কোনভাবেই সাম্প্রদায়িক মেরুকরণের প্রচার মেনে নেবে না তার দল বলে মন্তব্য করেন এই তরুণ তুর্কি।

আরও পড়ুনঃ আনলকের পথে দিল্লি, ছাড় ঘোষণা কেজরিওয়াল সরকারের

যোগী সরকারকে হারাতে মহা জোটের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে তিনি মুখ খুললেন সাবধানে। জানালেন, ‘তাদের দলের কাছে ইস্যুটাই মুখ্য, সেই ইস্যুতে কারা কারা জোটবদ্ধ হতে চান সেটা দেখতে হবে।’ রাজ্যে ক্যাবিনেটে রদবদলের জল্পনার বিষয়ে তিনি মন্তব্য করেন যে, যোগী সরকার মানুষকে কাজ দিতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে অর্থনৈতিক উন্নতিতেও, সঙ্গে সুশাসনেও। তাই সেদিক থেকে মানুষের নজর ঘোরাতে এই সমস্ত কৌশল। তিনি জানান গঙ্গায় ভাসমান মৃতদেহের ছবি মানুষ এখনও ভোলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here