৪ সংখ্যার কোড দেখালে মিলবে টিকা, নতুন নিয়ম কো-উইন অ্যাপে

0
129

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

টিকাকরণে তথ্য সংক্রান্ত ভুলভ্রান্তি এড়াতে কো-উইন অ্যাপে কিছু পরিবর্তন আনল কেন্দ্র। এখন থেকে কো-উইন অ্যাপে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার সময় চার সংখ্যার একটি সিকিউরিটি কোড পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। টিকা নেওয়ার সময় ওই কোড পোর্টালে আপলোড হলে ধরা হবে নির্দিষ্ট ওই ব্যক্তি টিকা পেয়েছেন।

co win app | newsfront.co
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

আগামীকাল অর্থাৎ শনিবার থেকে টিকাকরণ চলবে এই নতুন নিয়মে, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগের ব্যবস্থায় অনেক ভুলভ্রান্তি থেকে যাওয়ায় এই সিদ্ধান্ত। এমনও দেখা যাচ্ছিল কিছু ব্যক্তি টিকাকরনের আবেদন করেও টিকা নিতে যাননি, অথচ ফোনে মেসেজ দেওয়া হয়েছে, তার টিকাকরন সম্পূর্ন হয়েছে। তাই এই ধরনের ত্রুটি এড়াতেই নতুন নিয়ম প্রয়োগ।

আরও পড়ুনঃ এখনও জীবিত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন-এএনআই

বলা হয়েছে, কো-উইন এ নাম নথিভুক্ত করার সময় প্রত্যেকেই মেসেজে চার সংখ্যার একটি নিরাপত্তা কোড দেওয়া হবে এবং টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীকে সেই কোড জানাতে হবে। তিনি ওই কোড কো-উইন পোর্টালে আপলোড করবেন। যেই ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তিই টিকা পাচ্ছেন কি না, তার তথ্য সঠিকভাবে আপডেট রাখতেই চালু করা হয়েছে এই নতুন নিয়ম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here