সূচনা হওয়ার পরই দেশজুড়ে সার্ভার বিভ্রাটের সম্মুখীন করোনা টিকাকরণ কর্মসূচি

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অপেক্ষার অবসান। শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হতেই প্রাথমিকভাবে ধাক্কা খেল। সার্ভার বিভ্রাটের মুখোমুখি এই কর্মসূচি।

Covid Vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

আজ, শনিবার সকাল থেকেই দেশজুড়ে যে সমস্ত সম্ভাব্য টিকাপ্রাপকদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই কোউইন সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। ঠিক ছিল, যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত হবে তাঁদের প্রত্যেকের কাছে এসএমএস চলে যাবে। আর সেই এসএমএস-এর মাধ্যমেই মিলবে টিকাকরণ কেন্দ্রে প্রবেশাধিকার এবং তাঁদেরই কেবলমাত্র দেওয়া হবে এই টিকা।

আরও পড়ুনঃ টিআরপি কেলেঙ্কারিতে নতুন মাত্রা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস গোপন হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট

কিন্তু আজ সকাল পর্যন্ত সেই এসএমএসই অধিকাংশেরও বেশি সম্ভাব্য প্রাপকরা পাননি। তাই, এই সমস্যা মোকাবিলায় রাজ্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে রাজ্যের সকল সম্ভাব্য প্রাপকদেরকে ফোন করে সকাল ১০ টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে আসতে বলা হয়েছে। এর আগে সবরকম ব্যবস্থা খতিয়ে দেখতে দু’দিন ধরে ড্রাই রান হয় এই টিকাকরণ পদ্ধতির। কিন্তু তারপরও কীভাবে এই সমস্যা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here