মনিরুল হক,কোচবিহারঃ
সীমান্তে দিয়ে গরু পাচারের সময় বিএসএফ জওয়ানের গুলিতে আহত এক পাচারকারী।তাকে চিকিৎসার জন্য প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকার পুর গ্রামপাঞ্চয়েত এলাকায়।
আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশ্যে আসা ৬ দুষ্কৃতী গ্রেফতার,উদ্ধার আগ্নেয়াস্ত্র
জানা গিয়েছে,অবৈধ পথে কাঁটা তারের বেড়া কেটে গরু পাচারের সময় গুলিবিদ্ধ হয় ওই পাচারকারী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর নাম মনুল ইসলাম,তার বাড়ি বাংলাদেশের পাটগ্রাম লালমনিরহাটের বাগেরবাড়ি গ্রামে।এইদিন ভোর রাতে একাধিক গরু নিয়ে বাংলাদেশে পাচারের সময় ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে সীমান্তে পাহারারত জাওয়ানেরা।
বিএসএফের ১৪০নং ব্যটিলিয়ান বারঘড়িয়া বিওপির অধীনে এই এলাকাটি রয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে গরু পাচার করার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। সীমান্তে এই চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহন কড়া হলেও পাচারকারীদের দৌরাত্ম কিন্তু কমেনি। মাঝে মধ্যেই পাচারকারীদের রুখতে বিএসএফকে বড় ভুমিকা নিতে হয়। আহত ওই ব্যক্তির দাবি বিএসএফের গুলিতেই তিনি আহত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584