কালনায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ

0
154

শ্যামল রায়, কালনাঃ

বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন করলেন শতাধিক কর্মী। সোমবার তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ জানান, কেন্দ্রীয় সরকারের প্রতি আশা ভরসা ছেড়ে বহু বিজেপির দায়িত্বশীল কর্মীরা তৃণমূলে যোগ দিতে চাইছেন। বিজেপি কর্মী মঞ্জু বিশ্বাস দীর্ঘদিন ধরে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। তিনি এদিন তৃণমূলে যোগদান করেছেন।

TMC party | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও একাধিক দায়িত্বশীল কর্মী বিজেপির প্রতি তিতিবিরক্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুপ্রাণিত হয়ে উন্নয়নের পক্ষে শামিল হবার জন্য তৃণমূলে যোগদান করেছেন।’ রবিবার সন্ধ্যে নাগাদ নশরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানে নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি এবং তৃণমূলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ মোদীকে এক হাত অধীরের

বিজেপি ছেড়ে আসা মঞ্জু বিশ্বাস জানান, ‘মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে একাধিক সরকারি প্রকল্প যেমন করেছেন তেমনি বাংলার উন্নয়নে তার একনিষ্ঠ এবং উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিন তৃণমূলের সৈনিক হিসাবে উন্নয়নে শামিল হব এবং দলকে চাঙ্গা করব। সিপিএম ছেড়ে আসা কর্মীরাও মুখ্যমন্ত্রীর প্রতি আশা ভরসা রেখে উন্নয়নে সামিল হয়েছেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here