নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার যৌথ আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বাম ও কংগ্রেস কমিটি।
এদিন বালুরঘাট শহরের প্রশাসনিক ভবনের সামনে চলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস,
জেলা কংগ্রেস সভাপতি তপনকান্তি (গোপাল) দেব ছাড়াও সিপিআই ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বরা। শতাধিক কর্মী সমর্থক নিয়ে এদিন দিনভর চলে এই আন্দোলন।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা, আন্দোলনে বাম বিধায়ক
আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ও জেলা কংগ্রেস সভাপতি তপনকান্তি দেব বলেন, কেন্দ্রে বিজেপি সরকার অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়েছে পেট্রল, ডিজেল ও পেট্রপণ্যের। পরিবহণে সরাসরি প্রভাব তো বটেই, চাষবাসেও ব্যাপক সমস্যায় পড়ছে কৃষকরা।
লকডাউনে মানুষের চরম আর্থিক দূর্দশা। এরমধ্যে মানুষকে ভয়াবহ বিপদে ফেলেছে এই মূল্য বৃদ্ধি। এর প্রতিবাদেই কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে এই আন্দোলন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584