নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ট্রলির ওপর মোটর সাইকেল নিয়ে এবার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সদরে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন তারা। পাশাপাশি জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয় । ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্য লেখা স্মারকলিপি জেলা শাসকের দফতরে জমা দেওয়া হয়।
আরও পড়ুনঃ পেট্রোপন্যের মুল্যবৃদ্ধিতে রায়গঞ্জ পুড়ল মোদীর কুশপুতুল
মূলতঃ যে যে দাবিতে এদিনের কর্মসূচি, সেগুলো হল অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পেট্রোল-ডিজেলের বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে। এদিনের কর্মসূচির সেরা আকর্ষণ ছিল তেলের বর্ধিত দামকে বিদ্রুপ করে ট্রলির উপরে মোটর সাইকেলকে হাজির করা।
এদিনের কর্মসূচিতে বামেদের পক্ষে নেতৃত্ব দেন তরুণ রায়,তাপস সিনহা, কীর্তি দে বক্সী, সন্তোষ রানা, অশোক সেন , শক্তি ভট্টাচার্য। কংগ্রেসের পক্ষে ছিলেন শম্ভুনাথ চট্টোপাধ্যায়, সৌমেন খান, দেবদাস মহাপাত্র, তীর্থঙ্কর ভকত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুকুমার সিং,বিপ্লব ভট্ট, সারদা চক্রবর্তী,মান্তু আহমেদ,কুনাল ব্যানার্জী, আশীষ মাজী, সুকুমার আচার্য প্রমুখ নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584