বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া,খড়িবাড়ি ও নকশালবাড়ি বিভিন্ন এলাকার বিজেপির দলীয় কার্যালয় উদ্ধোধন করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী রাজু বিষ্ট।এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন।
সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে নিয়ে সবাই উৎসাহিত।বিজেপি দার্জিলিং-এ দুইবার সিট জিতেছে আর এইবার আরও বেশ ভোট পেয়ে জিতবো।আর দেখবেন যে তৃণমূল কংগ্রেস কোনবারই দার্জিলিং এ খাতা খুলতে পারেনি।আর কোনও দিনও পারবে না।এর পাশাপাশি তিনি আরও বলেন যে,সারা বাংলায় ৩০ টি সিট পাবে বিজেপি।
আরও পড়ুনঃ বুথ বাঁচাতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় বিজেপির,বুথ দখলের চেষ্টা অভিযোগ তৃণমূলের
তৃণমূল যা করছে তাতে সাধারণ মানুষ হতাশ ও দুঃখিত।আর সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি একটা ক্ষোভ আছে। তাই সাধারণ মানুষ পরিবর্তন চায়।তারা ভাবে যে যদি মোদীজী ও বিজেপি সরকার থাকলে তাহলে বিকাশ হবে।এই পরিবর্তন সাধারণ মানুষ বুঝতে পারছে।
আর সেই দিকে বাংলার মানুষ চলতে শুরু করেছে।আরও বলেন পাহাড়ে যারা বসবাস করেন তাদের একটা দাবি আছে। আর বিজেপির ইস্তেহারে সাফ বলা আছে যে আমরা এই বিষয়ে সম্পূর্ণ সমাধান করবো।তিনি আরও বলেন যে আমরা পাহাড়ে ও সমতলের সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি।আর সমতলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস প্রতি একটা ক্ষোভ রয়েছে।সিপিএম ও কংগ্রেসের কথা তারা এই লড়াইয়ে নেই।সিপিএম ও কংগ্রেস তারা হার মেনে নিয়েছে।তারাও ভিতরে ভিতরে চান যে বিজেপি জিতুক তাহলেই ভাল হবে।
এর তিনি বলেন যে আমি ২০২১ এর জন্য তৈরি হচ্ছি। আর ২০২১ এ বাংলায় তৃণমূল কংগ্রেসের চিহ্ন থাকবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584