ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে বাম-কংগ্রেস আসন রফা চূড়ান্ত

0
80

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

press conference | newsfront.co
বৈঠক ৷ নিজস্ব চিত্র

রাজ্যে বিজেপি ও তৃণমূল বাদে সব ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে বিধানসভা নির্বাচনে জোটের রাস্তা খোলা রাখল বাম-কংগ্রেস দল। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমেদ ভবনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে পাশে বসিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “বামেদের সৌহার্দ্যপূর্ণ, আন্তরিকতায় ও বন্ধুত্বের পরিবেশে বামেদের সঙ্গে বিধানসভা ভোটের জোট ও আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে।

অনেক স্বৈরাচারী ও মৌলবাদী রাজনৈতিক দল চাইছিল না এই জোটটা বিধানসভা নির্বাচনে থাকুক। তারা পিছন থেকে জোটটা ভাঙতে চেষ্টা চালাচ্ছিল। তবে আমাদের মধ্যে জোট ও আসন সমঝোতা নিয়ে যখন কথাবার্তা বামেদের সঙ্গে চালানো হচ্ছিল, তখন অনেকগুলি রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের, আরজেডি, এন সিটির মতো ধর্মনিরপেক্ষ দল এই জোটে আসতে চান বলে আমরা জানতে পেরেছি। তাই আজকে এই জোটে কত আসন বাম ও কংগ্রেস পেল এটা আজ ফাইনাল করছি না।

আরও পড়ুনঃ মইদুলের পরিবারের একজনকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

এই সমস্ত দলগুলির সম্মান দিতে তাদের জন্য আমরা জোটের দরজা খোলা রাখলাম। না হলে তাদের প্রতি আমাদের ভুল বার্তা যাবে। তাই সংখ্যাটা বলছি না। ” পরে তিনি আরও বলেন,”এবার রাজ্যে দ্বিমুখী নয়, তিনমুখী লড়াই হবে। আর এই বাম-কংগ্রেস জোট ক্ষমতা দখলের জন্য লড়াই করবে, কাউকে সমর্থন জানানোর জন্য নয়। সরকার গড়বে বাম কংগ্রেস।” বিমান বসু বলেন,”আগামী আঠাশ ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ করতে দু দল ঝাঁপাবে।” তবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকী এদিন দুপুরে ফোনে জানান,” গতকাল রাতে আমাদের দলের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকী আলিমুদ্দিনে এসে সুর্য,বিমান,সেলিম সাহেবদের সঙ্গে দেখা করে আমাদের সত্তর থেকে আশিটি আসনের দাবি জানান। মুর্শিদাবাদ মালদা সহ বিভিন্ন জেলায় এই আসন কম বেশি দিলে তবেই আমরা জোট করবো। দেখি বাম কংগ্রেস জোট কী সিদ্ধান্ত নিল! তারপর আমাদের সিদ্ধান্ত জানাব।” এই বৈঠকে বাম যুব কর্মীদের ডাকা রেল অবরোধে সামিল হবে বলে অধীর চৌধুরী জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here