উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কেন্দ্রীয় সরকারের বাজেটের কড়া সমালোচনা করল বাম-কংগ্রেস। দু’পক্ষই এই বাজেট দিশাহীন বলে উল্লেখ করল। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন,’প্রকৃতই কেন্দ্রের এই বাজেট দিশাহীন। অতিমারী ও লকডাউনে প্রচুর মানুষের চাকরি চলে গেছে। যারা ছোটখাট ব্যবসা বাণিজ্য করতেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কিন্ত এই বাজেটে নতুন করে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি। এই সময়ে নিম্ন মধ্যবিত্ত মানুষের পকেট শূন্য। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও টাকা দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। তাই দেশের বাজার তেজি হবার লক্ষ্মণ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর বিষয়টির ওপর কোনো গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার।
রান্নার গ্যাস, ডিজেল ও পেট্রোলের দাম কমানোরও চেষ্টা করা হয়নি। ফলে এগুলির দাম রোজ বাড়ছে। কৃষির ওপর ট্যাক্স ছাড় তো দেওয়া হয়নি। উল্টে তা বৃদ্ধি করার নানা উপায় ঠিক করে রাখা হচ্ছে। এই বাজেটে নিম্ন মধ্যবিত্তরা বিপদে পড়বেন। আর প্রকৃতই এই বাজেট দেশের বড়লোক ও শিল্পপতিদের মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করবে।’ সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন,’এই সরকার নিজেদের অতীত থেকে শিক্ষা নিয়ে কোনো ব্যবস্থায় নিতে পারেনি। দেশের মোট জাতীয় উৎপাদন ও পরিষেবা কমছে।
আরও পড়ুনঃ বিজেপির লক্ষ্য ২১! নির্মলার বাজেট বাংলামুখী
ফলে বেকার বাড়ছে। ভয়াবহ এই বেকারত্বের বিরুদ্ধে কোনো কর্মসংস্থানের লক্ষ্যের কথা বলা হয়নি এই বাজেটে। গরীব মানুষের হাতে টাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যত কর্মসংস্থানের দিশা নেই এই বাজেটে। করোনা মহামারী ও লকডাউনের জন্য ধনী ও দারিদ্রের মধ্যে ক্রমাগত বেড়েছে বৈশম্য। ধনী ও দারিদ্রের মধ্যে ব্যবধান কমানোর জন্য কোনো পরিকল্পনার কথা বলা হয় নি এই কেন্দ্রীয় বাজেটে। এক কথায় এই বাজেট বোগাস।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584