করোনার কোপে শিয়ালদা-হাওড়া শাখার ৬২৪ জন রেলকর্মী, পরিষেবা নিয়ে আশঙ্কা

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

করোনা আক্রান্ত বহু রেলকর্মী। হাওড়া , শিয়ালদা শাখায় মোট ৬২৪জন রেলকর্মী করোনা সংক্রমিত, তার মধ্যে রেলের চালক গার্ড সকলেই রয়েছেন। ফলে বাতিল করতে হচ্ছে একাধিক লোকাল ট্রেন। যদিও পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল পরিষেবা ব্যাহত হবে না। সোমবার ৫০ জন চালক, গার্ড করোনায় আক্রান্ত হন ফলে বাতিল করা হয় ২৯টি লোকাল ট্রেন । মঙ্গলবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল হয়েছে ২৮ টি লোকাল ট্রেন।

১০০ জন চালক ও গার্ড সংক্রমিত হয়েছেন শুধুমাত্র শিয়ালদা ডিভিশনেই। হাওড়া ডিভিশনে অন্যান্য রেলকর্মী করোনা আক্রান্ত ৩৮২ জন, চালক ও গার্ড আক্রান্ত আরো ৬০ জন। পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, স্টেশনে মাস্ক পরা ও কোভিড বিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে। না হলে জরিমানা করা হচ্ছে যাত্রীদের। পরপর দু’দিন শিয়ালদা ও হাওড়া শাখায় বেশ বড় সংখ্যায় লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত রেলমন্ত্রক একটি টুইট করে যাত্রীদের আশ্বস্ত করেছে। টুইটে জানানো হয়েছে, প্যাসেঞ্জার ট্রেন কিংবা কোনও দূরপাল্লার ট্রেন কোনটাই বন্ধ হচ্ছে না। কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠার কথা বলা হয়েছে। পাশাপাশি ট্রেনে করোনা বিধি সম্পূর্ণভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে জরিমানা করা হচ্ছে।
রেলের আধিকারিক এবং আরপিএফের আধিকারিকরা ট্রেনে উঠে যাত্রীদের মুখে মাস্ক রয়েছে কি না তা দেখছেন। না থাকলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। শিয়ালদা ডিভিশনে সোমবার ১৩ হাজার টাকারও বেশি জরিমানা আদায় হয়েছে। হাওড়া স্টেশনেও এই অভিযান শুরু করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here