নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কিস্তির টাকা মকুবের দাবিতে মহিলাদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামল চোপড়ার বাম কংগ্রেস জোট। সোমবার এই দাবিতে ব্যাঙ্ক ম্যানেজারকে স্মারকলিপি দিলেন তাঁরা। লকডাউন চলাকালীন বন্ধন ব্যাঙ্কের কিস্তির টাকা মকুবের দাবিতে চোপড়ার দাসপাড়া অঞ্চলের টেপাগাও বন্ধন ব্যাঙ্ক ও দাসপাড়া বন্ধন ব্যাঙ্ক অফিসে স্মারকলিপি দিল চোপড়া ব্লকের কংগ্রেস সিপিএম দাসপাড়া আঞ্চলিক জোট।
তাদের দাবি, ‘লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ অর্থনৈতিক সংকটে পড়ার ফলে সমস্ত বন্ধন ব্যাঙ্কের ঋণ মকুব করতে হবে। সমস্ত ঋণ গ্রহণকারীদের পুনরায় ঋণ প্রদান করতে হবে। ঋণের উপর ঋণগ্রহীতাদের সুদের হার কমাতে হবে। নতুন ঋণগ্রহীতাদের সহজ ও সরল প্রথায় ঋণ দিতে হবে।
আরও পড়ুনঃ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিতে বাম কংগ্রেসের বিক্ষোভ মিছিল মালদহে
এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা জিল্লুর রহমান, ডি ওয়াই এফ আই এর যুব নেতা বিদ্যুৎ তরফদার, সিপিএমের জেলা কমিটির সদস্য দবিরুল হক প্রমুখ। যদিও এই আন্দোলনের সময় অধিকাংশ নেতা বা মহিলা করোনা সংক্রান্ত কোন বিধি মানেন নি। অধিকাংশের মুখে ছিল না মাস্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584