ডিসেম্বরের মাঝামাঝিতে বিধানসভা ভোটের আসন সমঝোতা নিয়ে বৈঠক বাম-কংগ্রেসের

0
113

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই বিধানসভা ভোটের আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসছে বাম-কংগ্রেস। রবিবার দুপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে ঘরোয়া আলোচনায় বসে বামফ্রন্টের শরিকরা।

party flag | newsfront.co
প্রতীকী চিত্র

বামফ্রন্টের অন্যতম শরিক দল ফরওয়ার্ড ব্লক জানিয়ে দেয় সম্মানজনক শর্তেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছে। কোনও রকম মাথা নিচু করার জায়গা নেই। যদিও সোমবার ফোনে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান,”আমরা সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছি রবিবার। আমাদের নানা কর্মসূচির কথা আলোচনা করেছি।

আরও পড়ুনঃ কলকাতায় হাসপাতালের দরজা দরজায় ঘুরে প্রত্যাখ্যাত হয়ে শিশুর মৃত্যু

আগামী দুই ডিসেম্বর পাঞ্জাব কৃষকদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ধর্মতলায় মিছিল করছি। বেলা দুটায় এই মিছিল শুরু হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে, শেষ হবে ধর্মতলার লেনিন মূর্তির সামনে। এরপর কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কথা হবে।”

রবিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে বৈঠকে অংশগ্রহণ করে সবকটি বাম দলের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনের কথা একাধিকবার বলা হয়েছে বৈঠকে। এবার আসন বণ্টন নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলেন সবকটি বামদলের সম্পাদকেরা।

আরও পড়ুনঃ আনন্দপুরের অভিজাত আবাসনের ২৪ তলা থেকে ‘ঝাঁপ’ মৃত্যু কিশোরের

বার্ধক্যজনিত কারণে আসতে পারেননি আরএসপি’র বিশ্বনাথ চৌধুরি। কিন্তু উপস্থিত ছিলেন সম্পাদক মনোজ ভট্টাচার্য। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আজকের বৈঠকে জানিয়ে দেন, “তৃণমূলকে দুর্বল ভাবা সঠিক হবে না।

বিজেপি এবং তৃণমূল উভয়েই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী। অনেক আগে থাকতেই আমি জানিয়ে আসছি, বিজেপি হটাও দেশ বাঁচাও এবং তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। অর্থাৎ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমানভাবে জনমত গঠন এবং আন্দোলন করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা এবং ব্লক স্তরে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীরা যৌথভাবে কাজ করবে।” বর্তমান পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে উদ্ধার করার জন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে আজ বামফ্রন্ট নেতৃত্ব জানিয়ে দেন বৈঠকে।

আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার

আগামী দিনে একক ভাবে সিপিএম সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের সংগঠনকে আরও বেশি শক্তিশালী এবং সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র। বহরমপুরের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নেতা মনোজ চক্রবর্তী বলেন, “সাধারণ মানুষ চাইছে বাম-কংগ্রেস জোট রাজ্যে বিকল্প শক্তি হয়ে উঠুক।

ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আসন বণ্টন নিয়ে সমঝোতা বৈঠক হতে পারে। সবটাই নির্ভর করছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সময়ের ওপর।” করোনা বিধি মেনে রাজ্যের সর্বত্র বামফ্রন্ট গত ভাবে সভা-সমাবেশ, প্রচার এবং স্ট্রিট কর্নার করার উপর জোর দেওয়া হয় রবিবারের বৈঠকে।

আরও পড়ুনঃ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকবেন রাজ্যপাল দাবি সৌমিত্রর, জানল কী করে প্রশ্ন সৌগতর

দেশের বৃহত্তম শ্রমিক সংগঠনের ডাকে সর্বভারতীয় ধর্মঘটে ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে জানান শরিক দলের নেতৃত্বরা। গত বৃহস্পতিবারের এই ধর্মঘট থেকে অনেকটাই অক্সিজেন পেয়েছে বামফ্রন্ট। পরিস্থিতি স্বাভাবিক হলে এই শহরেই কেন্দ্রীয়ভাবে বড় ধরনের সমাবেশ করার ভাবনাচিন্তা রয়েছে রাজ্য বামফ্রন্টের। ফের আগামী সপ্তাহে রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে।

ডিসেম্বর মাসের মাঝামাঝিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বাম নেতারা। চূড়ান্ত আসন বণ্টনের খসড়া তৈরি হয়ে গিয়েছে রাজ্য বামফ্রন্টের। কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে যাতে মতানৈক্য না হয় সেদিকে কড়া নজর রয়েছে সিপিএম সহ অন্য শরিক দলগুলির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here