সুদীপ পাল,বর্ধমানঃ
দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসিতে। অভিযোগ তীর সিপিএমের বিরুদ্ধে।গলসি ১ নম্বর ব্লকের শিড়রাই গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামের পূর্বপাড়ার কয়েকজন তৃণমূল সমর্থক লোকসভা ভোটের প্রার্থীর সমর্থনে তৃণমূল নেতা শেখ উজ্জ্বলের নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ করছিলেন।
সেই সময় কোন রকম অশান্তি না হলেও পরে তাঁরা পাঁচজন তৃনমূল কর্মী উত্তরপাড়ায় চায়ের দোকানে বসে চা খেলে তাঁদের ওপর চড়াও হয় বেশকিছু সিপিএমের সর্মথক এমনটাই অভিযোগ উজ্জ্বল সেখের। ঘটনায় উজ্জ্বলবাবু সহ শেখ কুতুব নামে আরও এক তৃণমূল কর্মী জখম হন। স্থানীয় পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তাঁদের।
আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তৃণমূল ব্লক কার্যকারী সভাপতি ওমর ফারুক বলেন, অভিযুক্তরা সকলেই সিপিএমের কর্মী সমর্থক। যদিও বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠী বিবাদ হিসেবে দাবি করছেন সিপিএমের গলসি ১ এরিয়া কমিটির সদস্য গোলাম মোস্তফা। সিপিএমের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এবং এই ঘটনার সাথে সিপিএমের কোনো যোগ নেই বলেই দাবি তাঁর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584