নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার প্রচারে নেমে পড়ল সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত প্রার্থী ৷ মনিকা কর পাইক এই নাম ঘোষণা হওয়ার পর জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছে সিপিআইএম নেতৃত্ব ৷ মানুষের গণতন্ত্র রক্ষা ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রধান ইস্যু নিয়ে তারা ময়দানে নেমে পড়ল।
২০১৬ সালে হলদিয়া বিধানসভায় বামফ্রন্ট জয়যুক্ত হয়েছিল । সেই বামফ্রন্টের প্রার্থী তাপসী মন্ডল বর্তমানে ১ মাস আগে বিজেপিতে যোগদান করেছেন। বর্তমানে বিধানসভার জন্য তিনি বিজেপি মনোনীত প্রার্থী। অপরদিকে হলদিয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী স্বপন নস্কর। স্বপন নস্কর বর্তমানে হলদিয়া পুরসভার কাউন্সিলর।
হলদিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে আজ প্রচার শুরু করেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনিকা কর পাইক। তিনি জানান, জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি । হলদিয়া শিল্প নগরীতে তৃণমূলের আমলে কোন শিল্প নতুন আসেনি বরং শিল্প একের পর এক বন্ধ হয়েছে।
পাশাপাশি যেভাবে দুর্নীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে সেই বাতাবরণ থেকে রাজ্যকে বাঁচাতে এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রচারকার্য শুরু করেছে সিপিআইএম নেতৃত্ব ৷ মূলত বিধানসভা ভোটের দিন ও প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে নেমে পড়েছে জোরকদমে এটা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584