নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
এবার বাম দল ও শাখা সংগঠনগুলির যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গ্রামীণ এলাকায় শুরু হল কমিউনিটি কিচেন। ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া পঞ্চায়েতের খানাকুল গ্রামে এই কর্মসূচির উদ্যোক্তা ছিল সিপিআইয়ের ঝাড়গ্রাম জেলা কমিটি।
সহযোগিতায় ছিল সিপিআইয়ের শ্রমিক সংগঠন—এআইটিইউসি, ছাত্র সংগঠন—এআইএসএফ এবং যুব সংগঠন—এআইওয়াইএফ।এদিন খানাকুল গ্রামের একটি ফাঁকা জায়গায় বড় বড় মাটির উনুনে ভাত, তরকারি ও ডিমের ঝোল রান্না করেন সিপিআই ও তার শাখা সংগঠনের কর্মীরা। দুপুরে এলাকার ১৬৪টি পরিবারের সাতশো জন সদস্যকে রান্না করা খাবার বিলি করা হয়।
আরও পড়ুনঃ শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকলো বাঁকুড়ায়
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সন্তোষ রানা, সিপিআইয়ের ঝাড়গ্রাম জেলা সম্পাদক মনোরঞ্জন ঘোষ, দুই জেলার সহ সম্পাদক বিকাশ ষড়ঙ্গী ও অসীম রায়, দলের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র রাজ্য সহ সম্পাদক বিপ্লব ভট্ট, এআইটিইউসি-র জেলা সম্পাদক গুরুপদ মণ্ডল ও জেলা সহ সম্পাদক বিজয় দাস, এআইএসএফ-এর জেলা নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও গৌরাঙ্গ প্যাটেল, বামপন্থী শিক্ষা সেলের নেতা অনুপ ঠাকুর প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584