নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একসময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল সকলের কাছে। এরপর ২০১১ সালে বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।
সেই সময় থেকেই ধীরে ধীরে এই বাম দুর্গ ভেঙে তৈরি হয়েছে তৃণমূল শিবির। লোকসভা ভোটের ফলাফলে যখন রাজ্যে অনেকটাই ক্ষমতা দখল করে ফেলেছে, তারপর থেকেই কেশপুরে তৃণমূলের হাত থেকে ক্ষমতা অনেকটাই দখল করে নিয়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ এনআরসির প্রতিবাদে বক্সিরহাটে সিপিআইএমের সভা
আগামী বিধানসভা ভোটের চক্করে অভয় দিতে রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমেছে ময়দানে। কেউই পিছিয়ে নেই নানান কর্মসূচিতে। সিপিআইএম কেশপুরের সেই বাম দুর্গকে আবার ফিরে পেতে চাইছে।
সেই দিক লক্ষ্য রেখে শুক্রবার এনআরসির প্রতিবাদে কেশপুর বাজারে মহামিছিল করল সিপিআইএম। এ দিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থকদের লক্ষ্য করা যায়। মিছিলে উপস্থিত ছিলেন তরুন রায়, তাপস সিনহা, সুভাস দে, রামেশ্বর দোলই, সুনীল অধিকারী-সহ একাধিক জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584