নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ত্রিপুরার আমবাসায় তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি ধর্মনগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের তীব্র নিন্দা করে একটি বিবৃতি প্রকাশ করে সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী। সিপিআইএম-এর লিখিত বিবৃতিতে এই ঘটনায় সরাসরি দায়ী করা হয়েছে বিজেপিকে।
জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতায় সিপিআইএম যখন তৃণমূল কংগ্রেসের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে সেই আবহে পড়শি রাজ্যে সিপিআইএম-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। একই সঙ্গে তৃণমূলের ওপর হামলার ঘটনার নিন্দায় সিপিএইএমের লিখিত বিবৃতি যে বিপ্লব দেবকেও কিছুটা চাপে ফেললো এ বিষয়েও কোন সন্দেহ নেই।
শনিবার ত্রিপুরার আমবাসায় যাওয়ার পথে তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা, জয়া দত্ত, যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের উপরে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ৷ ঘটনায় মাথা ফাটে সুদীপ রাহার, আহত হন জয়া দত্ত। পাশাপাশি ধর্মনগরে তৃণমূলের একটি পার্টি অফিসেও ভাঙচুর করা হয় বলে তাদের অভিযোগ। তবে এই সবকটি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আরও পড়ুনঃ বিচারপতিদের হেনস্থা করা হলে সহযোগিতা মেলে না কেন্দ্রীয় গোয়েন্দাদের, অভিযোগ এনভি রমান্নার
এই ঘটনার নিন্দা করে ত্রিপুরার সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলী যে বিবৃতি প্রকাশ করে তাতে বলা হয়েছে, ‘আমবাসা ও ধর্মনগর শহরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং অফিসের উপরে রাজ্যের শাসক দল বিজেপি-র দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করা হচ্ছে৷ বিজেপি রাজত্বে রাজ্যে ভারতের সংবিধানে প্রদত্ত মত প্রকাশের, সংগঠন করার অধিকার, আইন- গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই- তা সমগ্র দেশবাসীর সামনে আবারও উন্মোচিত করেছে৷ এ ধরনের ফ্যাসিস্টসুলভ আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে সমস্ত গণতন্ত্রপ্রিয় জনগণের প্রতি সিপিআইএম আহ্বান জানাচ্ছে৷’
আরও পড়ুনঃ ‘বিদ্যুৎ আইন সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করবেন না সংসদে’, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূলের প্রধান লক্ষ্য ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করা। তারমধ্যে তৃণমূলের ওপর হামলার ঘটনায় সিপিআইএম প্রত্যক্ষভাবে তৃণমূলের পাশে দাঁড়ানোয় বিষয়টি যেমন অন্য মাত্রা পেলো, একই সঙ্গে বিপ্লব দেবও বেশ কিছুটা কোণঠাসা হলেন। একই সঙ্গে ২০২৩ সালে বিজেপি-কে উৎখাত করতে ত্রিপুরায় নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না, সে প্রশ্নও তুলে দিল সিপিআইএম-এর এই বিবৃতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584